নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ

২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৪ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১০:৩৬ পিএম


নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী আইসিটি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আইসিটি অলিম্পিয়াড নরসিংদী ২০২৫। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণী থেকে স্নাতক পর্যন্ত শিক্ষার্থী আইসিটি বিষয়ক প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেন। শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল তটা পর্যন্ত  এ প্রতিযোগিতায় ১৬শ শিক্ষার্থীদের মধ্যে ৬টি গ্রুপে ১৮ জন বিজয়ী হয়। এর মধ্যে প্রথম পুরস্কার ছিল ল্যাপটপ।

ড্রিম হলিডে পার্কে অনুষ্ঠিত এ অলিম্পিয়াডে স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। প্রধান উপদেষ্টার জরুরি সভা থাকায় তিনি উপস্থিত হতে পারেননি। তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ফয়েজ আহমেদ তৈয়্যব এ অলিম্পিয়াডে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

এসময় আইসিটি উপদেষ্টা বলেন, "তথ্য প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এজন্য সকল শিক্ষার্থীকে দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তির ব্যাপক ভূমিকা রাখছে। তাই দেশের প্রতিটি শিক্ষার্থীকে সাধারণ শিক্ষার পাশাপাশি কম্পিউটার বেসিক শিক্ষা সহ কোডিং শিখতে হবে। সে জন্য জেলা/উপজেলা পর্যায়ে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এছাড়া এনএসডিএ-তে নিবন্ধিত দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে, সেখান থেকে আপনারা প্রযুক্তি খাতে স্কিল ডেভেলপ করতে পারেন।"

নরসিংদীর এই অলিম্পিয়াডে শত শত শিক্ষার্থীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, "জেলা পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করতে স্কুল, কলেজ, মাদ্রাসাগুলোতে আধুনিক ল্যাব স্থাপন করা হবে। এছাড়া উদ্যোক্তাদের জন্য আইসিটি মন্ত্রণালয়ে ১০ লাখ টাকা পর্যন্ত অর্থ প্রদানের সুযোগ রয়েছে।"

এসময় তিনি এই অলিম্পিয়াডের আয়োজকদের প্রশংসা করেন এবং নরসিংদীর শিক্ষার্থীদের পাশে আইসিটি মন্ত্রণালয় থাকবে বলে প্রতিশ্রুতি দেন।

নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে নরসিংদী আইসিটি ক্লাবের উদ্যোক্তা আওলাদ হোসেন জনি, এম আর ফারাবি, আবির মৃধা, সাইদুল ইসলাম রাকিব সার্বিক তত্ত্বাবধানে ছিলেন।

এ অলিম্পিয়াডে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নদীবাংলা গ্রুপের পরিচালক মাহবুবুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক প্রকৌশলী মফিজুল ইসলাম, জামায়াত নেতা ইব্রাহীম ভূইয়া, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ সহ এনসিপির নরসিংদী জেলা/উপজেলা পর্যায়ের কর্মী ও জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র জনতা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



এই বিভাগের আরও