৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক

০৫ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০১:১০ পিএম


৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ৪৫ কেজি গাঁজাভর্তি পিকআপ ভ্যানসহ আল মামুন নামে ১ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টৈাবর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের নোয়াদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আল মামুন (৩৮) মৌলভীবাজারের কমলগঞ্জের মৃত আজিজুর রহমানের ছেলে৷

নরসিংদীর পুলিশ সুপার মো: মেনহাজুল আলম জানান, পিকআপ ভ্যানের নিচের অংশে একটি চেম্বার তৈরী করে সেখানে বিশেষ কায়দায় ৪৫ কেজি গাঁজা মৌলভীবাজার থেকে রাজধানী ঢাকায় নেয়া হচ্ছিল। জেলা গোয়েন্দা পুলিশ খবর পেয়ে পিকআপ চালক সহ ভ্যানটি আটক করে। এসময় তল্লাশী চালিয়ে ৪৫ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় আইনত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।