১৫ দিনের মধ্যে কমবে পেয়াজের দাম: বাণিজ্যমন্ত্রী
১৭ জুলাই ২০১৯, ০২:২৮ পিএম | আপডেট: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ দিনের মধ্যে পিয়াজের দাম কমে যাবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি জানান, অতিরিক্ত মুনাফার জন্য বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়ানোর কারসাজি বন্ধে সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে। ‘অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার জন্য বিভিন্ন উৎসবকে বেছে নেয়। আসন্ন কোরবানির ঈদকে টার্গেট করে তারা পিয়াজের দাম বাড়িয়েছে। বিষয়টি সরকারের নজরে রয়েছে, বাজার মনিটরিং করা হচ্ছে।
গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ২০১৮-১৯ অর্থবছরে আমরা জাতীয় রপ্তানির লক্ষ্যমাত্রা অতিক্রম করতে পেরেছি। ২০১৭-১৮ অর্থবছরে মোট রপ্তানি (পণ্য ও সেবা খাত) আয়ের পরিমাণ ছিল ৪১ বিলিয়ন ডলার।
২০১৮-১৯ অর্থবছরের মোট রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল ৪৪ বিলিয়ন ডলার। এ বছর আমরা আয় করেছি ৪৬.৩৭ বিলিয়ন ডলার। রপ্তানি প্রবৃদ্ধির এ হার লক্ষ্যমাত্রার তুলনায় ৫.৩৯ শতাংশ বেশি।
মন্ত্রী বলেন, এই অর্থবছরের উল্লেখযোগ্য সাফল্য হচ্ছে, কৃষিজ পণ্য রপ্তানি খাতে রপ্তানির মোট পরিমাণ ৯০৮.৯৬ মিলিয়ন ডলার। যদিও চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধির হার কমেছে। এই খাতে মোট রপ্তানির পরিমাণ ১.০২ বিলিয়ন ডলার। পাট ও পাটজাত পণ্য রপ্তানির প্রবৃদ্ধি নেতিবাচক হলেও ওষুধ, প্লাস্টিক পণ্য, বিশেষায়িত টেক্সটাইল, আসবাবপত্র ইত্যাদি খাতে প্রবৃদ্ধি অর্জন হয়েছে।
বাণিজ্যমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রে এ যাবৎকালের সর্বোচ্চ রপ্তানি হয়েছে ৬.৮৮ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের তুলনায় ১৪.৯২ শতাংশ বেশি। ইউরোপীয় ইউনিয়নে রপ্তানির পরিমাণ ২২.৮৬ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধির হার ৭.১৩ শতাংশ। ভারতে রপ্তানির পরিমাণ ১.২৫ বিলিয়ন ডলার, প্রবৃদ্ধির হার ৪২.৯২ শতাংশ। চীনে রপ্তানির পরিমাণ ৮৮.৩১ মিলিয়ন ডলার, প্রবৃদ্ধির হার ৪৫.৪৪ শতাংশ। এছাড়া রাশিয়ায় রপ্তানির পরিমাণ ৫৪৮ মিলিয়ন ডলার, প্রবৃদ্ধির হার ১২.৯৯ শতাংশ।
মন্ত্রী বলেন, রপ্তানি বাণিজ্যকে সহজীকরণ ও রপ্তানিকারকগণকে বিভিন্ন ধরনের প্রণোদনা এবং সহযোগিতার মাধ্যমে বর্তমান সরকার দেশের রপ্তানি বৃদ্ধিতে একাগ্র চিত্তে কাজ করে যাচ্ছে।
বিভাগ : অর্থনীতি
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
- নরসিংদীতে খেলাফত মজলিস প্রার্থী মহিউদ্দিন জামিলের মতবিনিময়
- নরসিংদীতে ৩ অবৈধ কারখানার কার্যক্রম বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর
- দখলবাজ-চাঁদাবাজ-সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবে না :নরসিংদীতে রহুল কবির রিজভী
- হালদা নদী রক্ষায় গেজেট পরিবর্তন করা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
- এক-এগারো বাংলাদেশে আর আসবে না: ড. আব্দুল মঈন খান
- মাধবদীতে যাত্রীবাহি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত-৩
- ঘুমন্ত স্ত্রী-সন্তানদের শরীরে পেট্রোল ঢেলে আগুন, দগ্ধ ৬
- নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন
- নরসিংদীর প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ
- শিবপুরে বেগম খালেদা জিয়া ও মনজুর এলাহীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল