নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

২২ অক্টোবর ২০২৫, ০৬:২২ পিএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম


নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

মোমেন খান:
নরসিংদীতে “মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ পালন করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নরসিংদী অফিস এবং নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকে কার্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে নরসিংদী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কলিমুল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নরসিংদীর সহকারী প্রকৌশলী পিন্টু চন্দ্র, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম, সড়ক ও জনপদ নরসিংদীর উপ বিভাগীয় প্রকৌশলী প্রসেনজিৎ পাল, সহকারী প্রকৌশলী আমির হোসেন, উপসহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম, বাস মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, বিআরটিএ নরসিংদীর সহকারী পরিচালক রুহুল আমিন,মোটরযান পরিদর্শক রাসেল আহমেদ প্রমুখ।



এই বিভাগের আরও