নরসিংদীতে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্তবরণ উৎসব

১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৪৩ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৬ এএম


নরসিংদীতে শিল্পকলার প্রতিষ্ঠাবার্ষিকী ও বসন্তবরণ উৎসব

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র বিতরণ ও বসন্তবরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধায় শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে পলাশতলায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাউন প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন।


অন্যান্যদের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল কায়েস, শিল্পকলা একাডেমীর সদস্য প্রফেসর মোহাম্মদ আলী, নরসিংদী সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও জেলা কালচারাল কর্মকর্তা শাহেলা খাতুন।


আলোচনা শেষে একাডেমীর বিভিন্ন বিষয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করা হয়। পরে বসন্তবরণ উপলক্ষে একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও