‘ওয়ার’ ১৯ দিনেই আয় করলো ৩০০ কোটি রুপি

২১ অক্টোবর ২০১৯, ০৯:৩৮ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৮:০৯ পিএম


‘ওয়ার’ ১৯ দিনেই আয় করলো ৩০০ কোটি রুপি

টাইমস ডেস্ক:

ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ অভিনীত সিনেমা ‘ওয়ার’ ইতিহাস সৃষ্টি করে ভারতের অভ্যন্তরীণ বাজার থেকে মাত্র ১৯ দিনেই আয় করলো ৩০০ কোটি রুপি। এখন পর্যন্ত ২০১৯ সালে বলিউডে ‘ট্রিপল সেঞ্চুরি’ করা একমাত্র সিনেমা এটি। আর এমন আনন্দের মুহূর্তে ফ্র্যাঞ্চাইজিটির দ্বিতীয় সিনেমারও ঘোষণা দেওয়া হলো।

বলিউডের বাণিজ্যিক বিশ্লেষক তরণ আদর্শ টুইটারে জানান, ‘ওয়ার’ ৩০০ কোটি রুপি আয় করেছে। বলিউডের জন্য ২০১৯ একটি চমত্‍কার বছর। ব্যাপক সাফল্য পাওয়া সিনেমাটি দারুণ নির্মাণশৈলির কারণে তাদের বড় টার্গেট পূরণ করতে পেরেছে।

‘ওয়ার’ শুরুতেই বাজিমাত করে। মুক্তির প্রথম দিন বক্স অফিসে ৫৩ কোটি ৬০ লাখ রুপি আয় করে নতুন রেকর্ড গড়ে অ্যাকশন-থ্রিলারটি। আর প্রথম সপ্তাহেই প্রবেশ করে ২০০ কোটির ক্লাবে।

ঋত্বিক-টাইগার ছাড়াও ‘ওয়ার’ সিনেমায় অভিনয় করেছেন বাণী কাপুর, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং আশুতোষ রানা। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করেন ঋত্বিক রোশন ও টাইগার শ্রফ। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। এটি মুক্তি পেয়েছে ২ অক্টোবর।


বিভাগ : বিনোদন


এই বিভাগের আরও