জাতীয় চলচ্চিত্র পুরস্কার: জমা পড়েছে ২৯টি সিনেমা

২৬ জুন ২০২০, ০১:৩৪ এএম | আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:৩৮ পিএম


জাতীয় চলচ্চিত্র পুরস্কার: জমা পড়েছে ২৯টি সিনেমা

বিনোদন ডেস্ক:

প্রতি বছর চলচ্চিত্রে অবদানের জন্য প্রদান করা হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সে অনুযায়ী ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ শেষ হয়েছে ২৫ জুন।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, নতুন বছরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে মোট ২৯টি সিনেমা। আরও আছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৫টি, ৩টি ডকুমেন্টারি।

এর আগে এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দেয়ার আহ্বান জানায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে করোনার কারণে নির্ধারিত সময়ে অনেকেই চলচ্চিত্র জমা দিতে না পারায় মেয়াদ বাড়িয়ে ২৫ জুন করা হয়। সেই মেয়াদও শেষ হলো।

প্রসঙ্গত, ১৯৭৫ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।


বিভাগ : বিনোদন