নরসিংদীতে ১৬ ও ১৭ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা

১৪ নভেম্বর ২০২২, ০৪:১৩ পিএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৪, ১১:০৪ পিএম


নরসিংদীতে ১৬ ও ১৭ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৬ ও ১৭ নভেম্বর ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে নরসিংদীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ব্রিফিং করেন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মাদ মারুফ খান।


এসময় জেলা প্রশাসক জানান, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে আগামী বুধবার থেকে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা হবে। এতে জেলার বিভিন্ন সরকারী দপ্তরের ডিজিটাল সেবা প্রদানসহ সরকারি বেসরকারি সংস্থা স্টল নিয়ে বসবে।ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং হাতের মুঠোয় সেবা এই চার ক্যাটাগরিতে ৪ টি প্যাভিলিয়ন থাকবে।

আধুনিক বাংলাদেশের পরিবর্তনের সাথে তাল মিলিয়ে গ্রাম পর্যায়ে প্রতিটি মানুষের হাতে ডিজিটাল ডিভাইসগুলো পৌঁছে যাচ্ছে। সেভাবে সেগুলোর ব্যবহার ও তথ্য সেবা পরিপূর্ণ হচ্ছে না। তথ্য সেবা যাতে পরিপূর্ণ হয় এবং ডিজিলাইজেশনের সাথে সকলকে মানিয়ে নিতেই ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। 


ব্রিফিংকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল জাকিসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও