নরসিংদীতে পোল্ট্রি খামারীদের মতবিনিময়, যৌক্তিক মূল্য প্রাপ্তির দাবি

০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৬ পিএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ এএম


নরসিংদীতে পোল্ট্রি খামারীদের মতবিনিময়, যৌক্তিক মূল্য প্রাপ্তির দাবি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে পোল্ট্রি খামারীদের সুরক্ষা, উৎপাদিত ডিম ও মুরগির লাভজনক যৌক্তিক মূল্য প্রাপ্তির দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) দুপুরে শহরের ডিসি রোডের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন (বিপিআইএ) নরসিংদী জেলা শাখার সভাপতি ডা. এন সি বণিক এর সভাপতিত্বে ও সদস্য মোঃ এমরান হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিপিআইএ এর সিনিয়র সহসভাপতি খন্দকার মোহাম্মদ মনির, বিশেষ অতিথি ছিলেন জেলা সদস্য সচিব গাজী নূর আহমেদ।

এ সময় বক্তারা বলেন, খাদ্যের দাম বাড়ার কারণে ডিম ও মুরগির দাম বৃদ্ধি পেয়ে থাকে। নানা চড়াই উৎরাই পেরিয়ে খামারিরা ডিম, মুরগি উৎপাদন করে থাকেন। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তাদের টিকে থাকতে হয়। অর্থনীতিতে খামারীদের ভূমিকা অপরিহার্য উল্লেখ করে তাদের সুরক্ষা দিতে ও লাভজনক মূল্য পেতে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।



এই বিভাগের আরও