নতুন মজুরি কাঠামোতে মজুরি পেলেন ইউএমসি জুটমিল শ্রমিকরা

৩০ জানুয়ারি ২০২০, ০৬:৩১ পিএম | আপডেট: ২৪ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ পিএম


নতুন মজুরি কাঠামোতে মজুরি পেলেন ইউএমসি জুটমিল শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক:
ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী দেয়া পে-স্লীপের বিপরীতে দুই সপ্তাহের বকেয়া মজুরির টাকা পেয়েছেন নরসিংদীর ইউএমসি জুটমিল শ্রমিকরা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে স্ব স্ব ব্যাংক একাউন্ট এর মাধ্যমে মজুরির টাকা পেয়েছেন শ্রমিকরা।


নরসিংদীর ইউএমসি জুটমিল এর ব্যবস্থাপক গাজী শাহাদাৎ হোসেন জানান, ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী গত ১৬ জানুয়ারি মিলের শ্রমিকদের মধ্যে পে স্লীপ বিতরণ করা হয়। আজ এসব পে স্লীপের বিপরীতে মিলটির ২ হাজার ৫ শত ৪৯ জন স্থায়ী শ্রমিককে ২ সপ্তাহের বকেয়া মজুরির ২ কোটি ২ লাখ টাকা ব্যাংকের মাধ্যমে বিতরণ করা হয়েছে।
শ্রমিকরা জানান, বকেয়া ১০ সপ্তাহ এর মধ্যে নতুন মজুরি কাঠামো অনুযায়ী দুই সপ্তাহের বকেয়া পরিশোধ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল বকেয়া পরিশোধ করা হলে শ্রমিকদের মুখে হাসি ফুটবে।



এই বিভাগের আরও