"শিল্প উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

০৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:২০ পিএম | আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০৩:৫৬ পিএম


"শিল্প উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কর্তৃক ৫দিন ব্যাপী "শিল্প উদ্যোক্তা উন্নয়ন " শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল রোববার সকালে শহরের সাটিরপাড়ায় বিসিকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এই কর্মশালার উদ্বোধন করা হয়।

আগামী ৯ সেপ্টেম্বর এই কর্মশালা শেষ হবে। ৫দিনের এই কর্মশালায় জেলার ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। এরমধ্যে ১৫ জন পুরুষ ও ১০ জন নারী। ক্ষুদ্র শিল্পের উন্নয়নে দক্ষতা অর্জনের জন্য বিভিন্ন বিষয়ে উদ্যোক্তাদের এই প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

বিসিক নরসিংদীর এজিএম মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাস, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নরসিংদী জেলা শাখার প্রেসিডেন্ট মোঃ রুস্তম আলীসহ বিসিক নরসিংদীর উর্ধতন কর্মকর্তাবৃন্দ।



এই বিভাগের আরও