নরসিংদীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা
২৮ মে ২০১৯, ১১:৫৭ এএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৮:৩৫ এএম
![নরসিংদীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা নরসিংদীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা](https://www.narsingditimes.com/np-uploads/content/images/2019May/rsz_famous-20190528135726.jpg)
নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদী জেলা সদরসহ ৬ উপজেলার বিভিন্ন মার্কেটে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদের দিন ঘনিয়ে আসার সাথে সাথে বেচাকেনাও বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। ইফতারের সময় ছাড়া সকাল থেকে গভীর রাত পর্যন্ত টানা কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতা বিক্রেতারা। রোজার শুরু থেকেই বাতিল করা হয়েছে মার্কেটগুলোর সাপ্তাহিক বন্ধের দিন।
নরসিংদী শহরের অন্যতম বিপনী বিতান ইনডেক্স প্লাজা, সুলতান উদ্দিন শপিং কমপ্লেক্স, কাজী মার্কেট, মুন্সি নিয়াজ মার্কেট, শশী প্লাজা, নয়ন তারা প্লাজা, কালিবাড়ী মার্কেটসহ ছোট বড় সকল বিপনী বিতান ও বিভিন্ন ব্র্যান্ডের শো-রুম গুলোতে প্রতিদিনই পছন্দের কাপড় ও জুতা কিনতে ভিড় করছেন ক্রেতারা। সেই সাথে পাল্লা দিয়ে বেড়েছে শহরের যানজটও।
নরসিংদী শহরের বিভিন্ন বিপনী বিতান ও বিভিন্ন ব্র্যান্ডের শো-রুম ঘুরে ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবারের মতো এবারও ঈদ বাজারে এসেছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সব পোশাক।
তবে এবার ভারতীয় টিভি সিরিয়ালের নামে পোশাকের ছড়াছড়ি খুব একটা নেই। বরাবরই ভারতীয় টেলিভিশন চ্যানেলের এসব সিরিয়াল নামীয় পোশাকের কাছে কিছুটা মার খায় দেশীয় তৈরি পোশাক।
এবার দেশীয় তৈরি অনেক মানসম্মত ও পছন্দসই ডিজাইনের কাপড়ের কমতি নেই বাজারে। বিশেষ করে দেশীয় বিভিন্ন ব্র্যান্ড আধুনিক ডিজাইনে তৈরি করেছে সকল ধরণের পোশাক। এসব ব্র্যান্ড এর বেশিরভাগেরই শো-রুম রয়েছে নরসিংদী শহরে।
এছাড়া পাঞ্জাবী, শার্ট, গেঞ্জি, ফতোয়া, থ্রি-পিস, টুপিস ও শিশুদের জন্য সব ধরণের কাপড় পাওয়া যাচ্ছে শহরের দোকানগুলোতে। শেষ মুহুর্তের কেনাকাটায় মার্কেটে চাকুরজীবীদের উপস্থিতিই বেশি লক্ষ্য করা যাচ্ছে বলে জানান বিক্রেতারা। তবে ক্রেতাদের বেশিরভাগই নারী। রোজার মাস হওয়ায় দিনের বেলা ও রাতেই ক্রেতা সমাগম বেশি হচ্ছে।
কাপড় কেনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে জুতার বিক্রি। শেষ মুহুর্তের কেনাকাটায় জুতার দোকানগুলোতে উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। ভীড় বাড়ছে প্রসাধনীর দোকানগুলোতেও। এবার ঈদের পোশাকের দাম খুব একটা বাড়েনি বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া শহরের ফুটপাতের অস্থায়ী দোকানগুলো থেকে কেনাকাটা সারছেন নিম্ন আয়ের মানুষেরা।
ক্রেতারা বলছেন, প্রতি বছরের মতো এবারও পোশাক ও জুতার দাম কিছুটা বাড়তি। তবে তা সাধ্যের বাইরে নয়। তবে পরিবারের সবার পোশাক পছন্দ করতে গিয়ে বিভিন্ন মার্কেটে ঘুরতে হচ্ছে বারবার। একই মার্কেট থেকে সব কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। মার্কেটগুলোও শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে এতে করে যানজট সমস্যার ভোগান্তিও পোহাতে হচ্ছে।
শহরের সিএন্ডবি রোডের কাজী মার্কেটের নিউ তুষার গার্মেন্টস এর মালিক মলয় কুমার বর্মণ নরসিংদী টাইমসকে বলেন, বছরজুড়ে ঈদের সময়টিতে একটু বেশি বিক্রির আশায় থাকেন কাপড় ব্যবসায়ীরা। এ বছর গরমকে গুরুত্ব দিয়ে টিস্যুকাপড়ের বিভিন্ন ডিজাইনের থ্রিপিস, ফ্রকস্টাইলের আকর্ষণীয় পোশাকসহ শার্ট, পাঞ্জাবির সংগ্রহ রয়েছে। বেচাকেনাও আশাব্যঞ্জক।
শহরের স্টেশন রোডের ফেমাস ফ্যাশনের স্বত্ত্বাধিকারী খসরু মাহমুদ নরসিংদী টাইমসকে বলেন, এবারের ঈদের বেচাকেনা অনেকটাই সন্তোষজনক। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বেচাকেনা চলছে। ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগমও বাড়ছে।
এদিকে শহরে ঈদের বেচাকেনাকে ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- শিবপুরে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ
- নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
- নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
- সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা
- ঘোড়াশালে বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- বেলাবোতে নিখোঁজের পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- বেলাবতে স্কুলছাত্র অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- তামাক সেবন বন্ধে করারোপ অন্যতম কার্যকর পদ্ধতি তবে একমাত্র পদ্ধতি নয়
- নরসিংদীতে ট্রেনে কাটাপরে একজন নিহত
- মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার
- শিবপুরে ক্যান্সার রোগীদের মাঝে আর্থিক অনুদান বিতরণ
- নরসিংদীতে তারুণ্যের উৎসব-২০২৫ ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন
- নরসিংদীতে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন
- সরকারি রাস্তাকে পুকুরের পাড় বানিয়ে খনন, ভেঙে পড়ার আশঙ্কা
- ঘোড়াশালে বাজার উচ্ছেদ অভিযান বন্ধের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- বেলাবোতে নিখোঁজের পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
- বেলাবতে স্কুলছাত্র অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- তামাক সেবন বন্ধে করারোপ অন্যতম কার্যকর পদ্ধতি তবে একমাত্র পদ্ধতি নয়
- নরসিংদীতে ট্রেনে কাটাপরে একজন নিহত
- মনোহরদীতে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার