বেলাবতে অভিবাসন ইস্যুতে জনপ্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন

১৯ জুন ২০২২, ০৭:৩৪ পিএম | আপডেট: ২০ এপ্রিল ২০২৪, ০৯:৪৯ পিএম


বেলাবতে অভিবাসন ইস্যুতে জনপ্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন

বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে ওরিয়েন্টেশন করেছে বেসরকারী সংস্থা ওকাপ। সিমস প্রকল্পে সংস্থাটির অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের আওতায় ১৮ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দুইদিন ব্যাপী বেলাব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন বেলাব উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থাটির কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, প্রজেক্ট অফিসার মোঃ বাবুল হোসেন, ডিস্ট্রিক ম্যানেজার রতœা সরকার, বেলাব সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি প্রমুখ।
এসডিসির অর্থায়নে এবং লিড বাস্তবায়নকারী সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন বাংলাদেশ এর সহযোগীতায় নিরাপদ অভিবাসন নিশ্চিত করা ও বাংলাদেশী কর্মীদের অধিকার ত্বরান্বিত করার লক্ষ্যে জাতীয় এবং আন্তজার্তিক পর্যায়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা ওকাপ।