শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাধবদীতে মানববন্ধন

১৩ জুলাই ২০১৯, ০৮:০৯ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৩:৫৫ পিএম


শিশু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মাধবদীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

শিশু হত্যা ও শিশু নির্যাতনের প্রতিবাদে নরসিংদীর মাধবদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে জাতীয় শিশুকিশোর সংগঠন খেলাঘরের উদ্যোগে দেশব্যাপী একযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন করা হয়।

মাধবদীতে "নক্ষত্র খেলাঘর আসর" এর উদ্যোগে পালিত এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন খেলাঘরের সাধারণ সম্পাদক এম. মাহামুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নূর হুমায়রা আহমেদ পিংকী, সাহিত্য সম্পাদক শহিদুল্লাহ পিয়াস, প্রচার সম্পাদক তানভীর আহমেদ, সাংস্কৃতিক সম্পাদিকা শারমিন সুলতানা বিউটি সহ খেলাঘরের শিশু কিশোররা। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা শিশু ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের তীব্র প্রতিবাদ ও অভিযুক্তদের অবিলম্বে বিচারের দাবী জানান।



এই বিভাগের আরও