তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে বিএনপির লিফলেট বিতরণ

১৫ নভেম্বর ২০২১, ১০:৩৪ পিএম | আপডেট: ০৭ মে ২০২৪, ০৯:০৪ এএম


তেল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

জ্বালানী তেল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে নরসিংদীতে সকল স্তরের মানুষের মাঝে লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি। সোমবার (১৫ নভেম্বর) সকালে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবীর খোকনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।

চিনিশপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে লিফলেট বিতরণ শুরু করে নরসিংদীর প্রধান প্রধান সড়ক, ঢাকা-সিলেট মহাসড়ক ও বিভিন্ন বাজারে মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। কেন্দ্র ঘোষিত এই কর্মসূচিতে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় বিএনপি নেতারা অবিলম্বে তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানোর দাবি জানান। এই দাবী আদায় না হলে রাজপথে অন্দোলন অব্যাহত থাকবে বলে হুশিয়ারী দেন।



এই বিভাগের আরও