নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষের ওপর ময়লা পানি নিক্ষেপ ও চেয়ার ছুড়লো মুখোশধারী দুর্বৃত্তরা
২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩৩ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১০:৫৮ পিএম

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলামের ওপর ময়লা পানি নিক্ষেপ ও চেয়ার ছুড়ে লাঞ্ছিত করেছে কতিপয় মুখোশধারী দুর্বৃত্ত। শনিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে কলেজের অধ্যক্ষের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। এই ঘটনায় কপালে চেয়ারের আঘাতপ্রাপ্ত হন তিনি। ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কলেজ সূত্রে জানা যায়, ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে অধ্যরে বিরুদ্ধে ১৮টি অভিযোগের ভিত্তিতে অধ্যরে পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করা হয়। পরবর্তীতে তাদের সাথে যুক্ত হয় কলেজ শাখা ছাত্রলীগ। গত বছর ২৩ সেপ্টেম্বর অধ্যরে কে গিয়ে তারা অভিযোগগুলো সম্পর্কে জানতে চায়। সে সময় অধ্যকে বলা হয়, যেহেতু আপনার বিরুদ্ধে অভিযোগ আছে তাই আপনি অন্য কোন কলেজে চলে গেলে আপনার জন্যও ভালো, আমাদের কলেজের জন্যও ভালো। অধ্য কলেজে উপস্থিত থাকলে এসব অভিযোগ তদন্তে কাজে বাধা সৃষ্টি হবে এই অজুহাতে আন্দোলনকারীরা তাঁকে কর্মস্থলে না থাকার জন্য চাপ দেয়। এরপর থেকে গত পাঁচ মাস তিনি কলেজে আসতে পারেননি।
দীর্ঘ ৫ মাস পর অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে কলেজে এসে কলেজের কার্যক্রম পরিচালনা করছিলেন। দুপুর ১২টার দিকে ৫/৬ জনের একটি দল অতর্কিতভাবে কলেজ অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে। এসময় তারা অধ্যক্ষের দিকে বালতি দিয়ে ময়লা পানি নিক্ষেপ করে। এসময় অন্য আরেকজন চেয়ার তুলে অধ্যক্ষের দিকে ছুড়ে মারে। এসময় চেয়ারটি অধ্যক্ষের মাথায় লাগে। পরে তারা বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে চলে যায়। এই বিষয়টি পুলিশকে অবগত করা হলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।
নরসিংদী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, স্থানীয় সাংসদের নির্দেশে আমি আজকে কলেজে আসি এবং পূর্বের মতই সকল কার্যক্রম পরিচালনা করে আসছিলাম। হঠাৎ দুপুর ১২টার দিকেই আমার উপর এই অতর্কিত হামলা চালানো হয়। এই হামলায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে আমি জানি না। মুখে মাস্ক লাগানো থাকায় তাদেরকে চেনা যায়নি।
এ ঘটনার প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়ার ব্যাপারে তিনি বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হবে এবং পরবর্তী যেকোন পদক্ষেপ নেয়ার ব্যাপারে কলেজের শিক্ষক পরিষদের সাথে বসে কথা বলে সিদ্ধান্ত নেয়া হবে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সৈয়দুজ্জামান বলেন, আমরা এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং কলেজের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। এই ঘটনায় কলেজের অধ্যক্ষ বাদী হয়ে ৫/৬জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা দায়ের করেছেন। আমরা ভিডিও ফুটেজ দেখে তাদেরকে সনাক্ত করে উক্ত অপরাধীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করে যাচ্ছি।
বিভাগ : নরসিংদীর খবর
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে
- নরসিংদীতে অনুষ্ঠিত হলো আইসিটি অলিম্পিয়াড, ১৬ শত শিক্ষার্থীর অংশগ্রহণ
- পলাশে বাড়ি নির্মাণের চাঁদা না দেওয়ায় নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাত
- বেলাব উপজেলাকে আলাদা সংসদীয় আসন করার দাবীতে মানববন্ধন
- নরসিংদী জেলা সাংবাদিক সমিতি ঢাকা’র নব নির্বাচিত কমিটিকে সংবর্ধনা
- বিএনপি নেতা মনজুর এলাহীকে বিমানবন্দরে স্বাগত জানাল নেতাকর্মীরা
- তুচ্ছ ঘটনার জেরে কাপড়ের দোকান কর্মচারীকে কুপিয়ে হত্যা
- বঙ্গোপসাগরে মৎস্য সম্পদ ও ইকোসিস্টেম জরিপ শুরু করছে নরওয়ের গবেষণা জাহাজ
- ওয়ারি-বটেশ্বরে ৬ বছরেও শেষ হয়নি ”গঙ্গাঋদ্ধি” জাদুঘরের নির্মাণ কাজ
- আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
- পুরস্কার জিতবেন যেভাবে