আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

০৮ মার্চ ২০১৯, ০৯:১৩ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১২:২৪ এএম


আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নরসিংদীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় থেকে শিল্পকলা একাডেমী গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এক আলোচনা শেষে নারী মেলার উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনান। এসময় আরো আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষমা সুলতানা, মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিমনা বেগম, নারী নেত্রী হাফেজা বেগম এনজিও কর্মী ফাহিমা বেগম।

আলোচনা শেষে দুই দিনব্যাপী নারী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় নারী কর্মীদের তৈরী বিভিন্ন উপকরণ নিয়ে চলবে আগামীকাল পর্যন্ত।



এই বিভাগের আরও