জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবীতে নরসিংদী লেখক শিবিরের মানববন্ধন

২৭ এপ্রিল ২০১৯, ০৬:৫৪ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ১১:০৪ পিএম


জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবীতে নরসিংদী লেখক শিবিরের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক ॥
জুলিয়ান অ্যাসাঞ্জকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবীতে নরসিংদীতে প্রতিবাদী মানববন্ধন করেছে 'বাংলাদেশ লেখক শিবির” নরসিংদীর সদস্যরা। উইকিলিকসের প্রতিষ্ঠাতা বিশ্বকে কাঁপিয়ে দেওয়া এক মানুষ জুলিয়ান অ্যাসাঞ্জ। তারই মুক্তির দাবীতে এই মানববন্ধন।
শনিবার (২৭ এপ্রিল) বিকেলে নরসিংদী প্রেসকাবের সামনে প্রায় দুই ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। “বাংলাদেশ লেখক শিবির” নরসিংদী শাখার সদস্যরা মুখে কালো কাপড় বেধে “ফ্রি ইনফরমেশন, ফ্রি ট্রোথ, ফ্রি অ্যাসাঞ্জ” লেখা সম্বলিত ব্যানার হাতে নিয়ে এই মানববন্ধন করেন।
মানববন্ধনে সংগঠনের সভাপতি অনির্বাণ মাহবুব ও সাধারণ সম্পাদক মোমিন আফ্রাদসহ সকল সদস্যগণ অংশগ্রহণ করেন।



এই বিভাগের আরও