অভিবাসীদের অধিকার সংরক্ষণে গণশুনানী অনুষ্ঠিত

২৭ মে ২০১৯, ০৫:০২ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৫, ০৭:২৭ পিএম


অভিবাসীদের অধিকার সংরক্ষণে গণশুনানী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে প্রতারনা থেকে অভিবাসীদের রক্ষা ও তাদের অধিকার সংরক্ষণে গণশুনানী বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মে) দিনব্যাপী নরসিংদী সদর উপজেলা হলরুমে এই গণশুনানী অনুষ্ঠিত হয়।

ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও বাংলাদেশ অভিবাসী অধিকার ফোরাম আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান সাইফুল হক। এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন, জেলা জনশক্তি ও কর্মসংস্থান কর্মকর্তা শহিদুল হক, তথ্য কর্মকর্তা সানজিদা আমীন, বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ কয়েকজন প্রতারিত অভিবাসী। অনুষ্ঠানে ওয়্যারবী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জেসিয়া আক্তার মূল প্রতিবেদন উপস্থাপন করেন।
অনুষ্ঠানে অভিবাসীদের প্রতারনা থেকে রক্ষা ও তাদের অধিকার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।



এই বিভাগের আরও