নরসিংদীতে তিন শত পিছ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

০২ জুলাই ২০১৯, ০৬:৩৪ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫০ এএম


নরসিংদীতে তিন শত পিছ ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ॥
নরসিংদীতে তিন শত পিছ ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ জুলাই) সকালে শহরের বানিয়াছল বটতলা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বানিয়াছল মহল্লার মৃত মো: ইব্রাহিম মিয়ার ছেলে মো: আল আমিন ওরফে হাতকাটা আল আমিন (৩০), অজিত পালের ছেলে কার্তিক পাল (২০) ও শহরের উত্তরকান্দা পাড়া মহল্লার সুভাষ সাহার ছেলে বাপ্পি ওরফে সুমন সাহা (৩৫)।


গোয়েন্দা পুলিশ জানায়, শহরের বানিয়াছল বটতলা বাজারের শুকরিয়া ডিজিটাল স্টুডিওর আশে পাশে কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অপেক্ষা করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সকালে সেখানে উপস্থিত হলে মাদক ব্যবসায়ীরা টের পেয়ে পালানোর চেষ্টা করে। এসময় সন্দেহ হলে দৌড়াইয়া তিনজনকে আটক করা হয়। এসময় উপস্থিত লোকজনের সামনে দেহ তল্লাশী করে আল আমিন এর পকেট থেকে নীল পলিথিনের প্যাকেটে রাখা ২০০ পিস, কার্তিক পাল এর পকেট থেকে সাদা পলিথিনের ভেতর ৫০ পিছ ও বাপ্পির পকেট থেকে সাদা পলিথিনের প্যাকেটে ৫০ পিছ ইয়াবা জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ক্রয় বিক্রয়ে জড়িত বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলা দায়ের করেছেন।



এই বিভাগের আরও