নরসিংদী বিআরটিএ কার্যালয়ে তিন দালালকে জেল ও অর্থদণ্ড

১১ জুলাই ২০১৯, ০৮:১৯ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০২:৫১ এএম


নরসিংদী বিআরটিএ কার্যালয়ে তিন দালালকে জেল ও অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমান আদালত।এসময় তিন দালালকে জেল ও অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র ম্যাজিস্ট্রেট এ টি এম ফরহাদ চৌধুরী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরুখ খান।

জেলা প্রশাসন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে আকস্মিকভাবে জেলা প্রশাসন কার্যালয়ের অভ্যন্তরে অবস্থিত বিআরটিএ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।এসময় আলামিন ও কবির হোসেন নামে দুই দালালকে ১৫ দিন করে জেল ও আমির হোসেন নামে অপর এক দালালকে ৫শ টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত। দণ্ডপ্রাপ্ত দালালদের বাড়ি নরসিংদী শহরের বিলাসদি মহল্লায়।



এই বিভাগের আরও