নরসিংদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

০২ সেপ্টেম্বর ২০১৯, ০৮:১৮ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৩:৫০ এএম


নরসিংদীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন

নিজস্ব প্রতিবেদক:
স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) নরসিংদী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সহায়তায় অনুষ্ঠিত কর্মশালায় নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় মূল প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর মোহাম্মদ আজীম। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সফর আলী ভুইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম জামেরী হাসান ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া।


কর্মশালায় স্থানীয় সরকারের টেইসই উন্নয়নের লক্ষে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়ে ৭টি গ্রুপের মাধ্যমে তাদের মতামত তুলে ধরেন।
কর্মশালায় ইউনিয়ন পরষিদের চেয়ারম্যান, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, শিাবিদ, সমাজকর্মী, গণমাধ্যমের প্রতিনিধি ও কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।



এই বিভাগের আরও