বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচিত কমিটি চান অভিভাবকরা
১৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:০০ পিএম | আপডেট: ১৩ অক্টোবর ২০২৫, ০৩:০০ এএম

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত পরিচালনা কমিটির দাবী জানিয়েছেন অভিভাবকরা। দীর্ঘদিন ধরে ভোট গ্রহণের মাধ্যমে কমিটি গঠন না করায় সিলেকশনে গঠিত কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ অভিভাবকদের। সম্প্রতি সিলেকশনে গঠিত কমিটি বাতিল করে পুণরায় অভিভাবকদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবী জানিয়েছেন অভিভাবকরা।
এ প্রেক্ষিতে স্থানীয় সাংসদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে শতাধিক অভিভাবক ও এলাকাবাসী সাক্ষরিত একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, বিদ্যালয় পরিচালনা কমিটির মেয়াদ উত্তীর্ণ হলে সম্প্রতি সিলেকশনের মাধ্যমে বিদ্যালয় পরিচালনা কমিটি গঠন করা হয়। পুণরায় তফসিল ঘোষণা করে অনিয়মতান্ত্রিকভাবে এ নতুন কমিটি গঠন করা হয়। এতে পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সূর্য্যকান্ত দাসকে আবারও সভাপতি করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। প্রতিবারই সিলেকশনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করায় বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। এবারও নতুন কমিটির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ সূর্য্যকান্ত দাসকে। কিন্তু তিনি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, পূজা উদযাপন কমিটিসহ ১১টি গুরুত্বপূর্ণ কমিটির পদে দায়িত্ব পালন করতে গিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির দায়িত্ব পালনে সময় ব্যয় করতে পারেন না। একইভাবে অন্যান্য সদস্যরাও সময় ব্যয় করতে না পারায় বিদ্যালয়ের উন্নয়ন, ক্রীড়া প্রতিযোগিতা ও শিক্ষার মানোন্নয়ন ব্যাহত হচ্ছে। এর ফলে সিলেকশনের মাধ্যমে নতুন কমিটি গঠন নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, ২০১৫ সালে বিধি মোতাবেক উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে পাঁচ জন অভিভাবক সভাপতি পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেন। আগ্রহীদের মধ্যে ছিলেন, আমিনুল ইসলাম খোকা, রোকন উদ্দিন, আলমগীর হোসেন আলম, সোহরাব হোসেন ও মুক্তা হোসেন। কিন্তু নিয়ম অনুযায়ী কোন নির্বাচনী তফসিল ঘোষণা না করে ও অভিভাবকদের কাউকে না জানিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে নরসিংদী সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ সূর্য্যকান্ত দাসকে কমিটির সভাপতি করে সিলেকশনে কমিটি গঠন করা হয়। এ কমিটির মেয়াদ তিন বছর পূর্ণ হলে এবারও (গত ৭ সেপ্টেম্বর) সিলেকশনে পুরনো সদস্যদের দিয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে আবারও প্রফেসর সূর্য্যকান্ত দাসকে নতুন করে সভাপতির দায়িত্ব দেয়া হয়। কিন্তু এই কমিটি বিগত দিনগুলোতেও বিদ্যালয়ের উন্নয়নে তেমন ভূমিকা পালন করতে পারেননি। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যারা সময় ব্যয় করতে পারবেন এমন লোকজন দিয়ে পরিচালনা কমিটি গঠন করা উচিত বলে মনে করছেন স্থানীয়রা।
বীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্বাচন কমিটির প্রধান আজহারুল এসহাক দুলাল মোল্লা বলেন, নতুন করে কমিটি গঠনের দাবী সম্বলিত একটি আবেদন আমরা পেয়েছি। সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. এইচ. এম. জামেরী হাসান বলেন, অভিভাবকদের অভিযোগের বিষয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠিয়ে দেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক
- শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
- পলাশে বেতন-বোনাসের দাবিতে দেশবন্ধু পলিমারে শ্রমিক বিক্ষোভ
- নরসিংদী সমবায় ইনস্টিটিউটে প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
- মনোহরদীতে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রোধে WAVE প্ল্যাটফর্ম গঠিত
- রায়পুরায় বিএনপি নেতা শ্যামলকে অবাঞ্চিত ঘোষণা করল কলেজ শাখা ছাত্রদল
- ৫ দফা দাবিতে নরসিংদীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান
- পাঁচদোনায় অবৈধ ব্যাটারী কারখানায় আগুন, ৭ শ্রমিক দগ্ধ
- রায়পুরার সংবাদপত্রের এজেন্ট বিশ্বনাথ সাহা আর নেই
- টাইফয়েড টিকাদান নিয়ে নরসিংদীতে পরামর্শমূলক কর্মশালা
- ৪৫ কেজি গাঁজাভর্তি গাড়ীসহ ১ জন আটক