আরশীনগরে যানজট নিরসনে কাজ করা মিলনের প্রাণ নিল যান

২০ অক্টোবর ২০১৯, ০১:১১ এএম | আপডেট: ২৮ মার্চ ২০২৪, ০১:৪৪ এএম


আরশীনগরে যানজট নিরসনে কাজ করা মিলনের প্রাণ নিল যান
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের আরশীনগর মোড়ে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই ট্রাকের চাপায় মিলন মিয়া (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নরসিংদী-রায়পুরা আঞ্চলিক সড়কের আরশীনগরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া রায়পুরা মরজালের মনজু মিয়ার ছেলে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।     
 
শারীরিকভাবে প্রতিবন্ধী মিলনের উচ্চতা ছিল তিন ফুটের মত। তিনি প্রায় সময়ই আরশীনগর রেলক্রসিংয়ের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহযোগী হিসেবে কাজ করতেন। 
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রায়পুরা থেকে বালুবোঝাই ট্রাকটি নরসিংদী শহরের দিকে যাচ্ছিল। আরশীনগর মোড়ে তীব্র গতিতে বাঁক নেওয়ার সময় ওই ট্রাকের নিচে মিলন মিয়া চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
 
আবির মৃধা নামের একজন প্রত্যক্ষদর্শী জানান, ট্রাকের চাকার নিচে মাথাটা পড়ে মগজটা ছিটকে গেলো। চোখের সামনে এমন মর্মান্তিক মৃত্যু দেখে শরীরটা বারবার গুলিয়ে যাচ্ছে। ওই দৃশ্যটা বারবার চোখের সামনে ভেসে উঠছে।
 
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক তাপস কান্তি রায় জানান, দুর্ঘটনায় তাঁর মাথা থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়। ঘাতক ট্রাক ও এর চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও