দলীয় ক্ষমা পেলেন নরসিংদীর বিদ্রোহী প্রার্থী আনোয়ার

২৮ অক্টোবর ২০১৯, ০৭:০৭ পিএম | আপডেট: ১২ এপ্রিল ২০২৪, ০২:২৬ এএম


দলীয় ক্ষমা পেলেন নরসিংদীর বিদ্রোহী প্রার্থী আনোয়ার

নিজস্ব প্রতিবেদক:

বিগত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে হওয়া বিদ্রোহী প্রার্থীদেরকে বিশেষ ক্ষমা করেছেন আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনা। এতে নরসিংদী সদর উপজেলার বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন ক্ষমা পেয়েছেন।

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত দলের ক্ষমা ঘোষণা সংক্রান্ত এক নির্দেশনাপত্র আনোয়ার হোসেনের হাতে তুলে দেন নরসিংদী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন ভুঁইয়া।

বিশেষ ক্ষমা ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ ও আনন্দিত হয়েছেন বিদ্রোহী প্রার্থী ও নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও তার কর্মী সমর্থকরা।

মাধবদী পৌরসভার সাবেক কমিশনার মোঃ আনোয়ার হোসেন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশ নিয়েছিলেন। নৌকা প্রতীকের প্রার্থী ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূঁইয়া।



এই বিভাগের আরও