নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

০৪ ডিসেম্বর ২০১৯, ০৭:৪৭ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০২:৪০ পিএম


নরসিংদীতে অজ্ঞাত ব্যক্তিকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী শহরতলীর ঘোড়াদিয়ায় ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দিবাগত রাতে ঘোড়াদিয়ার আমিরাবাদ এলাকায় হাঁড়িধোয়া নদীর পাড়ে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা বলছেন, মঙ্গলবার মধ্যরাতে আমিরাবাদের নদীর পাড়ে ওই নির্জন স্থানে দুর্বৃত্ত্বরা অজ্ঞাত ব্যক্তিটিকে ধরে নিয়ে আসে। ওই সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এর আগেই তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্ত্বরা। এ সময় স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করে। আজ বুধবার (৪ ডিসেম্বর) ভোরের দিকে তিনি মারা যান।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান জানান, ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হতে পারিনি আমরা।



এই বিভাগের আরও