নরসিংদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা

০৫ ডিসেম্বর ২০১৯, ০৭:৩১ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৫:৩৭ এএম


নরসিংদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভা

নিজস্ব প্রতিবেদক:
‘পরিবার পরিকল্পনা গ্রহণ করি কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক অরবিন্দ দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সিভিল সার্জন ডা. হেলাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা ৭ থেকে ১২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।



এই বিভাগের আরও