নরসিংদীতে ইসলামী ব্যাংকে বিজয় দিবসের আলোচনা সভা

১৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৪৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৫, ০১:২৪ এএম


নরসিংদীতে ইসলামী ব্যাংকে বিজয় দিবসের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক:
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নরসিংদী শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্যাংকটির নরসিংদীর শাখায় এই আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


সভায় মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জীবনির উপর আলোচনা করা হয়। পরে মুক্তিযুদ্ধে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দেশবাসীর কল্যাণে দোয়া করা হয়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নরসিংদীর শাখা প্রধান মোঃ ইব্রাহিম ভুঞার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিনিয়োগ বিভাগের প্রধান সৈয়দ নুরুল আলম, বিনিয়োগের সিনিয়র অফিসার মোঃ আবু সাইদ, জেনারেল ব্যাংকি প্রধান মোঃ ইলিয়াস। সভায় ব্যাংকের সকল শ্রেণির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।



এই বিভাগের আরও