সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই: জেলা প্রশাসক

০৬ জানুয়ারি ২০২০, ০৫:০১ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৯:১২ এএম


সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ চাই। কারণ সোনার মানুষ না হলে তাঁর দ্বারা সোনার দেশ গড়া সম্ভব নয়। আর যে কর্মকর্তা বা কর্মচারী তার জায়গা থেকে সঠিকভাবে সততার সহিত তাঁর দায়িত্ব পালন করে জনগণের প্রাপ্ত সেবাটুকু দিতে পারেন তাইলে সেই সোনার মানুষ হতে পারে।


সোমবার (৬ জানুয়ারি) দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা এস. এম রেখা রানী হালদার এর বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন।


এসময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরুল কায়েস, বিদায়ী জেলা দুযোর্গ ও ত্রান কর্মকর্তা রেখা রানী হালদার, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ফয়জুর রহমান, নরসিংদী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবেদ আলী ও পলাশের প্রকল্প কর্মকর্তা ফখরুদ্দিন রাজীসহ আরো অনেকে।


আলোচনা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বিদায়ী কর্মকর্তাকে ক্রেস্ট উপহার দেন।



এই বিভাগের আরও