নরসিংদীর এনজিও প্রতিনিধিদের সাথে চক্ষু হাসপাতালের মতবিনিময়

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৭:২৩ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৪, ০২:১৫ পিএম


নরসিংদীর এনজিও প্রতিনিধিদের সাথে চক্ষু হাসপাতালের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করে এমন স্থানীয় এনজিও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিনব্যাপী নরসিংদী শহরের বাসাইলে অবস্থিত ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।


“স্বাস্থ্য সবার অধিকার: দক্ষিন এশিয়ায় বাধামুক্ত চক্ষু স্বাস্থ্যসেবা” এই শ্লোগানকে সামনে রেখে এসময় আলোচনা করেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের চেয়ারম্যান জে এল ভৌমিক, প্রশাসনিক কর্মকর্তা ননী গোপাল দাস, সাইড সেভার্সের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সৈয়দা আসমা রাশিদা, ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা প্রফেসর সংকর লাল দে ও সাইড সেভার্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমারসহ আরো অনেকে।
সভায় জানানো হয় ২০১৯ সালে সফলতার সাথে নরসিংদী জেলায় চক্ষু বিষয়ে কাজ করেছে এই প্রকল্প। এসময় স্থানীয় এনজিও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।