নরসিংদীতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৪ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩৪ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৫:০২ এএম


নরসিংদীতে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ইয়াবাসহ শাহ আলম (৩৬) নামে ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত নয়টায় নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত শাহআলম, পিতা-মোন্তাজ উদ্দিন, সাং-বারেশ্বর, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা, বর্তমান ঠিকানা সাং-সাটিরপাড়া বকুলতলা, থানা ও জেলা-নরসিংদী।

গোয়েন্দা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের এসআই তাপস কান্তি রায় সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে শাহআলমকে আটক করে। এসময় তার দখল হতে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে ১ টা মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামী শাহ আলমের বিরুদ্ধে নরসিংদী মেডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।



এই বিভাগের আরও