নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

২২ মার্চ ২০২০, ১২:১৯ এএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ১২:৪৩ এএম


নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে করোনার লক্ষণ, প্রতিকার ও সচেতনতামূলক শ্লোগান সম্বলিত প্রচারপত্র বিতরণ করা হয়েছে।


শনিবার (২১ মার্চ) বিকেলে নরসিংদী সদর উপজেলা মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত এই প্রচারপত্র বিতরণ করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার। এসময় যানবাহনের চালক, পথচারী নারী, পুরুষ ও শিশুসহ সকলের হাতে এই প্রচারপত্র তুলে দেয়া হয়।


প্রচারপত্র বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, দেশে করোনাভাইরাস প্রতিরোধে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে আজ নরসিংদী সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা মোড় থেকে জেলখানা মোড় পর্যন্ত সর্বস্তরের জনগণের মাঝে সচেতনতামূলক এই প্রচারপত্র বিতরণ করা হয়।



এই বিভাগের আরও