নরসিংদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার পরিদর্শন

২২ মার্চ ২০২০, ১১:০২ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৬:১৯ এএম


নরসিংদীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের বাজার পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস আতংকে নরসিংদীতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে বাজার পরিদর্শন করেছে সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
রবিবার (২২ মার্চ) বিকালে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তারের নেতৃত্বে বাজার পরিদর্শন করা হয়।


নরসিংদী বড় বাজারসহ বিভিন্ন বাজার পরিদর্শন করার সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। এসময় ব্যবসায়ীদের বেশী দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রয় না করার জন্য অনুরোধ জানানো হয়।


করোনাভাইরাসে আতঙ্কিত হয়ে একসাথে প্রয়োজনের অতিরিক্ত নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়-বিক্রয় না করার জন্য সকলকে আহবান জানানো হয়। নরসিংদী জেলায় চাউল, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের যথেষ্ট মজুদ রয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।



এই বিভাগের আরও