নরসিংদীতে ছাত্রলীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

২৯ মার্চ ২০২০, ০২:৩৭ পিএম | আপডেট: ২৩ আগস্ট ২০২৫, ০৭:৩৭ পিএম


নরসিংদীতে ছাত্রলীগের উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

তৌহিদুর রহমান:

নরসিংদীতে করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরে থাকার ব্যাপারে সরকারি নির্দেশনায় অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়ায় শহরের হতদরিদ্র, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের মধ্যে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ।

কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শিব্বির আহমেদ শিবলী শনিবার (২৮ মার্চ) বিকেলে শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দুস্থ মানুষের মধ্যে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

এসময় শহরের ৬০ জন দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে চাল, ডাল, তেল, আলু, সাবান, মাস্ক, হ্যান্ড গ্লাভস ও লিফলেট বিতরণ করা হয় । নিজ উদ্যোগে এসব খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে বলে জানান ছাত্রলীগ নেতা শিব্বির আহমেদ শিবলী।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক এহসান উল্লাহ পিয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এর সাবেক সহ-সম্পাদক আল-আমিন অপু, নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন পলাশ, নরসিংদী সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা আমির হোসেন বাবু, শাহরিয়ার সাহেল প্রমুখ।



এই বিভাগের আরও