নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

৩০ মার্চ ২০২০, ০৮:১১ পিএম | আপডেট: ০১ মে ২০২৫, ০৯:২৬ পিএম


নরসিংদী জেলা প্রশাসনের কর্মকর্তাদের অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: 
নরসিংদীতে জেলা প্রশাসনের কর্মকর্তাদের উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে নরসিংদীর পৌর শহরের বিভিন্ন এলাকায় ১শত ভাসমান দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রসাশক সৈয়দা ফারহানা কাউনাইন এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আলু, সাবান ও মাস্ক।


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী আশরাফুল করিম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহআলম মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত।


সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহআলম মিয়া জানান, জেলা প্রসাশনের কর্মরত সকল কর্মকর্তাদের বেতনের একটি অংশ একত্রিত করে ভাসমান দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।