নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক ভাসমান মানুষের জন্য বিনামূল্যে দুপুরের খাবার

০১ এপ্রিল ২০২০, ০৬:৫০ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৫:৫৫ এএম


নরসিংদী জেলা প্রশাসন কর্তৃক ভাসমান মানুষের জন্য বিনামূল্যে দুপুরের খাবার

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাস পরিস্থিতিতে নরসিংদী শহরে অসহায় দরিদ্র শ্রমজীবী ও ভাসমান মানুষের জন্য বিনামূল্যে দুপুরের খাবার বিতরণ কর্মসূচী চালু করেছে জেলা প্রশাসন। বুধবার (১ এপ্রিল) দুপুর থেকে শহরের রাধুনী রেস্টুরেন্ট থেকে এ খাবার বিতরণ শুরু করা হয়েছে।

নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনাভাইরাস পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী এই রেস্টুরেন্ট থেকে বিনামূল্যে খাবার বিতরণ চালু থাকবে বলে জানিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। খাবারের মধ্যে রয়েছে ভাত, ডাল, সবজি ও ডিম।

জেলা প্রশাসন জানায়, করোনাভাইরাস প্রতিরোধে ওষধ ও নিত্যপ্রয়োজনীয় দোকান ছাড়া জেলার সকল খাবার হোটেল রেস্টুরেন্টও বন্ধ করে দেয়া হয়েছে। এতে শহরের অসহায় দরিদ্র শ্রমজীবী ও ভাসমান মানুষরা দুপুরের খাবার কিনতে না পেরে বিপাকে পড়ছেন। এছাড়া করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে তাদের উপার্জন। এসব দিক চিন্তা করে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় বিনামুল্যে দুপুরের খাবার বিতরণ চালু করা হয়েছে।



এই বিভাগের আরও