নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফেরা এক নারীর মৃত্যু

০৯ এপ্রিল ২০২০, ০১:৫৭ পিএম | আপডেট: ২২ আগস্ট ২০২৫, ০৫:৫৪ এএম


নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ফেরা এক নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়ি ফেরা সুলতানা বেগম (৩০) নামে এক অন্ত:সত্ত্বা গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকালে সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী পূর্বপাড়া গ্রাম থেকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের আমানুল্লাহর স্ত্রী।


স্থানীয়রা জানান, গতরাতে করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে নরসিংদীর চরাঞ্চলের বাড়ি ফিরেন ওই নারী। সকালে ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট দেখা দিলে তাকে নৌকাযোগে স্থানীয় এক চিকিৎসকের নিকট নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে মৃত ওই নারীর নমুনা সংগ্রহ করে আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক ও করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।



এই বিভাগের আরও