নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা

১৩ এপ্রিল ২০২০, ০৪:২৪ পিএম | আপডেট: ২৫ এপ্রিল ২০২৪, ০৯:৫৫ পিএম


নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী শহরের বাসাইল এলাকার ১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা কেন্দ্র ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে নরসিংদী জেলা সিভিল সার্জন অফিস।

সূত্র জানায়, শীঘ্রই এই হাসপাতালটিতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা শুরু হবে। ফলে ১০০ শয্যার সাধারণসহ সব রোগীদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে। এজন্য হাসপাতালটিতে নতুন কোনো রোগী ভর্তি নেওয়া হবে না। বর্তমানে যারা চিকিৎসাধীন তাদের চিকিৎসা সেবা দেওয়া হবে। তবে নতুন যারা আসবেন তাদের নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হবে। তারা সেখান থেকে সব রোগের চিকিৎসা পাবেন। সেখানে অপারেশনসহ সব চিকিৎসা সেবা দেওয়া হবে।



এই বিভাগের আরও