নরসিংদীতে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

১১ জুন ২০২০, ০৩:৫৮ পিএম | আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০২:৪৩ এএম


নরসিংদীতে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ১২ বোতল ফেন্সিডিলসহ মোঃ নাদিম মিয়া (৩০) একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে নরসিংদীর ভেলানগর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাদিম পশ্চিম ভেলানগর ভেলানগর মহল্লার মৃত দুলু মিয়ার ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মোস্তাক আহম্মেদ সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করেন। এসময় ভেলানগরস্থ ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন পিক আপ স্ট্যান্ড হতে মাদক ব্যবসায়ী নাদিমকে গ্রেফতার ও তার দখল হতে ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

গ্রেফতারকৃত নাদিমের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা করা হয়েছে।



এই বিভাগের আরও