নরসিংদীতে ৩৬ ক্যান বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭ জুন ২০২০, ১১:৫১ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫, ০৬:১০ পিএম


নরসিংদীতে ৩৬ ক্যান বিয়ারসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে ৩৬ ক্যান বিয়ারসহ চিহ্নিত তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে নরসিংদী মডেল থানাধীন পশ্চিম কান্দাপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কাউরিয়াপাড়ার শাহ আলম মিয়ার ছেলে আশিক (২১), পশ্চিমকান্দাপাড়ার সুভাষ ঘোষের ছেলে আকাশ ঘোষ (২৫), সাটিরপাড়ার গিয়াস উদ্দীনের ছেলে রাজু (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।



এই বিভাগের আরও