মুজিববর্ষ উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন্স এ মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

২৯ জুলাই ২০২০, ০৫:২১ পিএম | আপডেট: ২১ এপ্রিল ২০২৪, ০৭:৪১ পিএম


মুজিববর্ষ উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন্স এ মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ

তৌহিদুর রহমান:

মুজিববর্ষ উপলক্ষে নরসিংদী পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৯ জুলাই) দুপুরে জেলা মৎস্য অধিদফতর কর্মসূচির আয়োজন করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নরসিংদী পুলিশ লাইন্স এ এই কার্যক্রমের উদ্বোধন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার (বিপিএম বার, পিপিএম)।

এসময় পুলিশ সুপার পুলিশ লাইন্স পুকুরে বিভিন্ন প্রজাতির পাছের পোনা ও রিজার্ভ অফিসে গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসাইন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, এনামুল হক সাগর, বেলাল হোসাইন, শাহেদ আহম্মেদ প্রমুখ।