নরসিংদীতে ৫৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

০৮ সেপ্টেম্বর ২০২০, ০৬:০১ পিএম | আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০৬:৫১ পিএম


নরসিংদীতে ৫৫০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদী শহর থেকে ৫৫০ পিস ইয়াবাসহ নাঈম খান (৩০) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) নরসিংদী মডেল থানাধীন বিলাসদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাঈম খান শিবপুর থানার সৈয়দেরখোলা গ্রামের সেলিম খান এর ছেলে।

জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর উপ পরিদর্শক তাপস কান্তি রায়, মাহমুদুল হাসান ও মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ বিলাসদী এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় ওই এলাকার সানোয়ার হোসেনের বসতবাড়ীর সামনের গলিপথ হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাঈম খানকে আটক করা হয়। পরে তার দখল থেকে ৫ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

গ্রেপ্তারকৃত নাঈম খান এর বিরুদ্ধে ইতোপূর্বেও দুটি মাদক মামলা রয়েছে।



এই বিভাগের আরও