মাধবদীর নুরালাপুর ইউনিয়নে বিভিন্ন উপকরণ ও অনুদানের চেক বিতরণ

২৬ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৬ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৩০ পিএম


মাধবদীর নুরালাপুর ইউনিয়নে বিভিন্ন উপকরণ ও অনুদানের চেক বিতরণ

মোঃ মুছা মিয়া:

নরসিংদী সদর উপজেলার মাধবদীর নুরালাপুর ইউনিয়নে করোনাভাইরাস (কোভিড -১৯) সংক্রমণ পরিস্থিতিতে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্বাস্থ্য পরীক্ষণ যন্ত্র, কর্মহীনদের মাঝে ইনকাম জেনারেটিং উপকরণ, প্রতিবন্ধী সহায়ক সামগ্রী ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এসব বিতরণ করা হয়।

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্টেট সৈয়দা ফারহানা কাউনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান ( পিএএ)।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নরসিংদী জেলা সেক্টর কমান্ডার ফোরাম ৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালিব পাঠান, নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, নরসিংদী শিবপুরের নির্বাহী কর্মকর্তা কাবিরুল ইসলাম, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম, নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মো: শাহ আলম মিয়া, নুরালাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আঃ করিম, পরিষদের সকল সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।



এই বিভাগের আরও