এনডিসির নতুন কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসান

২৯ নভেম্বর ২০২০, ০৩:৩২ পিএম | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪, ০৯:২৯ এএম


এনডিসির নতুন কমান্ড্যান্ট আতাউল হাকিম সারওয়ার হাসান

টাইমস ডেস্কঃ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসা মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট করেছে সরকার।

আতাউল হাকিম সারওয়ার হাসান ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট পদে লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদের স্থলাভিষিক্ত হচ্ছেন। মামুন খালেদ এ মাসের শুরুতেই পিআরএলে গেছেন। নতুন দায়িত্ব গ্রহণের দিন থেকেই আতাউল হাকিম সারওয়ার হাসানের পদোন্নতি কার্যকর হবে।

১৯৮৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পাওয়া এই সেনা কর্মকর্তা চলতি বছরের মার্চে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) উপাচার্যের দায়িত্ব পান।তার আগে যাশোরে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং ঢাকার এরিয়া কমান্ডার (লজিস্টিকস) হিসেবে তিনি দায়িত্ব পালন করেন।

রামু সেনানিবাসের দশম পদাতিক ডিভিশনের প্রথম জিওসি হিসেবে দায়িত্ব পালন করা এই জেনারেল সেনা সদর দপ্তর, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড হেডকোয়ার্টারের কম্বাইন্ড প্ল্যানিং গ্রুপ এবং ডিফেন্স সার্ভিসেস ফোর্সেস ইন্টেলিজেন্সেও কাজ করেছেন।ইরাকে জাতিসংঘ শান্তি মিশনে তিনি দায়িত্ব পালন করেছেন একজন সিনিয়র অপারেশন্স অফিসার হিসেবে।



এই বিভাগের আরও