নরসিংদীতে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

১৪ ডিসেম্বর ২০২০, ০৮:৩০ পিএম | আপডেট: ১৫ মে ২০২৫, ১১:৫৫ এএম


নরসিংদীতে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে শোক, শ্রদ্ধা ও ভালবাসায় পালন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। এ উপলক্ষে সোমবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় একযোগে জেলার ৬টি উপজেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এসময় নীরবতা পালন করে শহীদদের প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও পুলিশ সুপার কার্যালয়ের সামনে পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন। এছাড়া একই সময়ে জেলার ৬টি উপজেলা নরসিংদী সদর, শিবপুর, পলাশ, মনোহরদী, বেলাব ও রায়পুরায় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন প্রদীপ প্রজ্জ্বলনে অংশ নেন।

একই সময় জেলার সুবিধাবঞ্চিত শিশুদের সাংস্কৃতিক সংগঠন “বাঁধনহারা” জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ইমেজ থিয়েটার প্রদর্শন করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে।