প্রথম দফায় নরসিংদী জেলার জন্য ২৭ হাজার করোনা ভ্যাকসিনের চাহিদাপত্র

০৬ জানুয়ারি ২০২১, ০৩:৪৯ পিএম | আপডেট: ১২ মে ২০২৪, ০৬:২৬ এএম


প্রথম দফায় নরসিংদী জেলার জন্য ২৭ হাজার করোনা ভ্যাকসিনের চাহিদাপত্র

নিজস্ব প্রতিবেদক:

দেশে ভ্যাকসিন আনার সময় নির্ধারণ করেছে সরকার। প্রথম দফায় নরসিংদী জেলা থেকে ২৭ হাজার করোনা ভ্যাকসিনের চাহিদা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নুরুল ইসলাম।

মঙ্গলবার (৫ জানুয়ারি) সিভিল সার্জন এ কথা জানিয়েছেন।

সিভিল সার্জন জানান, প্রথম দফায় জেলার সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী, চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী, সাংবাদিকসহ করোনাকালীন ফ্রন্টলাইনার হিসেবে দায়িত্ব পালনকারী ব্যক্তিদেরও ভ্যাকসিন দেয়া হবে। চাহিদা পাঠানো মোট ২৭ হাজার ভ্যাকসিনের মধ্যে ফ্রন্টলাইনার হিসেবে জেলার ৫ শত সাংবাদিককে ভ্যাকসিন প্রদান করা হবে। পরবর্তীতে বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে যারা ডায়াবেটিক, শ্বাসকষ্ট, হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত তাদের বিষয়ে ডাটাবেইজ তৈরি করে ভ্যাকসিন প্রদান করা হবে।

চাহিদা অনুযায়ী ভ্যাকসিন পাওয়া গেলে সঠিক তাপমাত্রায় এসব সংরক্ষণের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলেও জানান সিভিল সার্জন। সিভিল সার্জন কার্যালয়ের কুলচেইন রুমে এসব ভ্যাকসিন সংরক্ষণের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে।



এই বিভাগের আরও