নরসিংদী পুলিশ হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু

১০ ফেব্রুয়ারি ২০২১, ০৪:৩৩ পিএম | আপডেট: ১০ মে ২০২৪, ০৫:৩৯ এএম


নরসিংদী পুলিশ হাসপাতালে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান শুরু

নিজস্ব প্রতিবেদক:

৭ ফেব্রুয়ারি ২০২১ থেকে জেলা পর্যায়ে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার (১০ ফেব্রুয়ারি) হতে পুলিশ হাসপাতাল, নরসিংদীতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

আজ বুধবার সকাল থেকে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন পদবীর পুলিশ সদস্যরা পুলিশ হাসপাতাল, নরসিংদীতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করছেন।

সম্মুখ সারির করোনা যোদ্ধা হিসেবে ভ্যাকসিন প্রদানের উদ্বোধনী দিন থেকেই জেলা পুলিশের সদস্যরা কোভিড-১৯ এর ভ্যাকসিন গ্রহণ করে আসছেন।

করোনা মোকাবিলায় নরসিংদী জেলা পুলিশের সদস্যরা শুরু থেকেই মানুষের পাশে থেকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের সেবা ও সুরক্ষায় নরসিংদী জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানায় জেলা পুলিশ।