নরসিংদীতে আসন ধরে রাখতে ব্যস্ত আওয়ামীলীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি,কোন্দলে জর্জরিত প্রধান দুই দল

০৭ জানুয়ারি ২০১৮, ০৭:০৩ এএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৫১ পিএম


নরসিংদীতে আসন ধরে রাখতে ব্যস্ত  আওয়ামীলীগ, পুনরুদ্ধারে মরিয়া বিএনপি,কোন্দলে জর্জরিত প্রধান দুই দল
নিজস্ব প্রতিবেদক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর (০১) আসন ধরে রাখতে ব্যস্ত আওয়ামীলীগ আর পুনরুদ্ধারে ব্যস্ত বিএনপি । কোন্দলে জর্জরিত প্রধান দুই দল। নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে বিজয় লাভ করে আওয়ামীলীগ। বিজয়ের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যাস্ত স্থানীয় আওয়ামীলীগ।পাড়া-মহল্লায় সাংগঠনিক কার্যক্রম জোড়দার করতে যুবলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ সংঘঠন গুলোকে ঢেলে সাজানো হচ্ছে। এতে বাদ পড়ছেন জেলার অনেক ত্যাগী নেতাকর্মীরা। তাই বাড়ছে দলীয় কোন্দল। অপর দিকে আওয়ামীলীগের রাজনীতিতে নিজেদের আধিপত্ব ধরে রাখতে পেশাদার খুনি,সন্ত্রাসী,মাদক ব্যাবসায়ীদের দলে স্থান দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ত্যাগী নেতারা। স্থান দেয়া হচ্ছে জাতীয় পার্টি ও বিএনপি সমর্থিতদের। তাই বির্তক কুড়িছেন দলের স্থানীয় আওয়ামীলীগের নীতি নির্ধারকরা। অন্যদিকে জেলা আওয়ামীলীগের পোড় খাওয়া নেতারা দলে স্থান না পাওয়ায় দলটিতে রয়েছে অন্ত কোন্দল । নিজেদের বলয় ধরে রাখতে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত কোন কোন নেতাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেয়ার অভিযোগ করেছেন নেতারা । অন্যদিকে এক সময়ের বিএনপির ঘাটি হিসেবে পরিচিত নরসিংদী সদর আসন পুনরুদ্ধারে মরিয়া স্থানীয় বিএনপি। সাংঘঠনিক দূর্বলতা দূরিকরন সহ ও মামলার জট খোলে ঘুড়ে দাড়াতে চাইছেন বিএনপি। সংগ্রহ করা হচ্ছে নতুন সদস্য। জাতীয় পার্টি থেকে মোঃ শফিকুল ইসলাম নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। জেলা নির্বাচন কমিশন এর তথ্য মতে , ১৯৭৩ সালে ৭ ই মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী সদর আসনের প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামীলীগের মুসলেহউদ্দীন ভ’ইয়া তারপর ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সাবেক সাংসদ মুসলেহউদ্দীন ভ’ইয়া বিপুল ভোটে পরাজিত করে বিএনপি প্রর্থী আব্দুল মোমেন খান নির্বাচিত হন।পরে ১৯৮৬ সালে বিএনপি প্রার্থীকে পরাজিত করে জাতীয় পার্টির মেজর সামসুল হুদা (বাচ্চু) সংসদ সদস্য নির্বাচিত হন ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালে বিপুল ভোটে আওয়ামীলীগ প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির সামসুউদ্দীন আহমেদ এছাক । সামসুউদ্দীন আহমেদ এছাক ১৯৯১ থেকে ২০০৪ সাল পর্যন্ত প্রত্যাকটি জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিপক্ষে বিপুলভোটে বিজয়ী হয়েছিলেন তার মৃত্যুর পর বিএনপির ঘাটি হিসেবে পরিচিত নরসিংদী সদর আসনের উপ-নির্বাচনেএ ডাকসুর সাবেক জিএস ও বিএনপির কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন বিজয়ী হন। ১৯৯১-২০০৬ পর্যন্ত এই আসনটি ছিল বিএনপির দখলে। আওয়ামীলীগ : ওয়ান ইলেভেন এর পর সেনাবাহিনীর (অব:) সাবেক কর্মকর্তা লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম(হিরু) বীর প্রতীক লিয়াজোর মাধ্যমে নরসিংদী-১ (সদর) আসনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েই ২০০৮ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সদরের সাবেক এমপি ডাকসুর সাবেক জিএস বিএনপির খায়রুল কবির খোকনকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। ৫ ই জানুয়ারী বিএনপি বিহীন জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয় মেয়াদেও ২০১৪ সালে তিনি পূনরায় এমপি নির্বাচিত হলে তাকে পানিসম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। বর্তমানে তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগেরও সভাপতিও। প্রতিমন্ত্রী হিরু তার ক্ষমতা বলে বিএনপি সমর্থিত তার নিকট আতœীয় স্বজনদের দিয়ে গঠন করেছেন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের কমিটি । ক্ষমতার লোভে বিএনপির তৃণমূলের অনেকেই আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংঘঠনে যোগ দিয়েছেন। যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয় তাহলে তারাও তাদের প্রিয় দল বিএনপির পক্ষেই কাজ করবে এমনটাই দাবী করছেন বিএনপির নেতা-কর্মীরা । সাবেক সেনা কর্মকর্তা ও বর্তমান পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম(হিরু) বীর প্রতীক এবারও তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী অপরদিকে আমেরিকা প্রবাসী ফ্লোরিডা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আইয়ুবখান মন্টুও সদর আসন থেকে মনোনয় প্রত্যাশী। ইতোমধ্যে তিনি তার নিজ এলাকায় ব্যাপক নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। তিনিও দলীয় সভানেত্রীর আশির্বাদ প্রার্থী। তবে সব কিছুকে পাশ কাটিয়ে সদর আসন থেকে নির্বাচন করার আলোচনায় নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন। সম্প্রতি রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছে , বড় ভাই সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপকে নিজ আসন ছেড়ে দিয়ে সদর আসনে প্রার্থী হতে পারেন নরসিংদী-০২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খাঁন পোটন। তাছাড়া আওয়ামীলীগের এক অংশের নেতারা পোটনকে সদর আসনে আনতে উঠে পড়ে লেগেছেন। জেলাআওয়ামী লীগের সভাপতি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম (বীর প্রতিক) বলেন, পূর্বের যে কোন সময়ের চেয়ে নরসিংদী আওয়ামী লীগ এখন অনেকটা সুসংগঠিত। তাছাড়া আওয়ামীলীগ সরকারের আমলে নরসিংদীতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে। দুই লক্ষ চারাঞ্চলবাসীর প্রত্যাশা পূরনে মেঘনা নদীর উপর নিমির্ত ব্রিজ অতি সম্প্রতি উদ্ধোধন করা হবে। কোন্দল প্রসংগে তিনি বলেন,কেউ কেউ নিজ স্বার্থ হাসিলের জন্য দলের মধ্যে বিশৃংখলার চেষ্টা চালাচ্ছে। এসব করে জেলা আওয়ামীলীগকে ক্ষতিগ্রস্থ করতে পারবে না। মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নরসিংদীতে উন্নয়ন চলামন থাকবে। নরসিংদী সদর আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী ফ্লোরিডা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আইয়ুব খান মন্টু বলেন, আওয়ামীলীগের ত্যাগী নেতা-কর্মীরা অনেকেই দল থেকে বাদ পড়েছেন এটা সত্যিই দুঃখ জনক ।প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিবেন আমরা তার পক্ষেই কাজ করব যদি তাকে মনোনয়ন দেন তাহলে দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে তার কর্মপরিকল্পনা কী জানতে চাইলে তিনি বলেন, আমার প্রথম কাজ হবে এক মাসের মধ্যে নরসিংদীকে সন্ত্রাস,জঙ্গীবাদ আর মাদক মুক্ত করা। দ্বিতীয়ত: ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট রেল সড়কে যতগুলো আন্ত:নগর ট্রেন নরসিংদী অতিক্রম করে যায় তার প্রত্যেকটির স্টপেজ নরসিংদী দেয়ার ব্যবস্থা করা। ঢাকা কর্পোরেশনের সাথে নরসিংদীকে ইনক্লোড করা হবে আমার একটি বড় কাজ।৪০মিনিটের মধ্যে ঢাকা যাওয়ার পথ নিশ্চিত করতে মেট্টো রেল তৃতীয় ধাপে নরসিংদী পর্যন্ত নিয়ে আসার সফল পদক্ষেপ নিব ।যাতে নরসিংদীতে বসবাস করে অতি সহজে যাতায়াত করে ঢাকায় চাকুরী ও পড়াশোনা করতে পারে। পাবলিক ইউনিভার্সিটি,মেডিক্যাল কলেজ ও ইঞ্জিনিয়ারিং ্ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে নরসিংদীকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবার প্রত্যাশাও তিনি ব্যক্ত করেন। নরসিংদী সদর আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী নরসিংদী -২ পলাশ আসনের বর্তমান এমপি কামরুল আশরাফ খাঁন পোটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি চায় তাহলে আমি নির্বাচন করবো। এই ব্যাপারে নেত্রীর সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশিরা হচ্ছেন , সাবেক সেনা কর্মকর্তা ও নরসিংদী সদর আসনের বর্তমান সংসদ সদস্য লে: কর্ণেল মোহাম্মদ নজরুল ইসলাম(হিরু) বীর প্রতীক । আমেরিকা প্রবাসী ফ্লোরিডা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক ছাত্রলীগ নেতা মোঃ আইয়ুবখান মন্টু । নরসিংদী-১ সদর আসন থেকে নরসিংদী-২ পলাশের বর্তমান সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটনও আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী। বিএনপি: নরসিংদী সদর আসনে বিএনপিতে প্রকাশ্যে কোন্দল না থাকলেও জেলা বিএনপির কমিটির মেয়াদ উত্তীর্ন হলেও হচ্ছেনা নতুন কমিটি অভিযোগ রয়েছে খায়রুল কবির খোকন কেন্দ্রীয় কমিটিতে যুগ্ন-মহাসচিব এর পদ পেলেও ছাড়ছেন না জেলা বিএনপির সভাপতির পদ ।এতে মনক্ষুন্ন দলের অনেক সিনিয়র নেতারা । নরসিংদী সদর আসনে বিএনপির খায়রুল কবির খোকন একক প্রার্থী দাবী করলেও জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহীও বিএনপির মনোনয়ন প্রত্যাশী। । তিনিও জনগনের কাছাকাছি পৌছতে পাল্লা দিয়ে চালাচ্ছে মসজিদ মাদ্ররাসায় অনুদান দেয়া সহ সামাজিক কর্মকান্ডে। ছুটে যাচ্ছেন নদী ভাঙ্গন এলাকার দূর্গত মানুষের পাশে । নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন মাষ্টার বলেন, বিএনপিতে কোন কোন্দল নাই আর জেলা কমিটির সম্মেলন হচ্ছেনা পুলিশী বাধার কারনে । আমি যতটুকু জানি খায়রুল কবির খোকন ই সদর আসন থেকে আমাদের একক প্রার্থী । মন্জুর এলাহী আমাদের কে কখনও বলে নাই সে সদর আসন থেকে বিএনপির প্রার্থী হতে চায় । নরসিংদী সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক নুরুল ইসলাম বলেন, খায়রুল কবির খোকনের নেতৃত্বে বিএনপি সুসংগঠিত এখানে কোন কোন্দল নাই । যদি একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠ হয় তাহলে আমার বিশ্বাস মামলা –হামলার ভয়ে যারা অন্য দলে চলে গেছেন তারা তাদের প্রিয় দল বিএনপির পক্ষেই কাজ করবে । নরসিংদী সদর (১) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন-কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ।জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মন্জুর এলাহীও বিএনপির মনোনয়ন প্রত্যাশী।


এই বিভাগের আরও