নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৬৬ জনের করোনা শনাক্ত

১২ জুলাই ২০২১, ১১:৫৬ এএম | আপডেট: ০৭ মে ২০২৪, ১০:৪৮ এএম


নরসিংদীতে ২৪ ঘন্টায় আরও ৬৬ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে গত ২৪ ঘন্টায় নতুন আরও ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৯২৫ জনে। সোমবার (১২ জুলাই) সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৫১ জনের নমুনা পরীক্ষায় ৪২ জন শনাক্ত ও ৮৭ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২৪ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৩৯ জন, রায়পুরাতে ৫ জন, বেলাবতে ৩ জন, মনোহরদীতে ১ জন, শিবপুরে ৩ জন ও পলাশ উপজেলায় ১৫ জন। নমুনা সংখ্যা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৭ দশমিক ৭৩ শতাংশ।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৯৮২ জন, শিবপুরে ৪২৩ জন, পলাশে ৭৭০ জন, মনোহরদীতে ২৬১ জন, বেলাবোতে ২২৭ জন ও রায়পুরা উপজেলাতে ২৬২ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩১ হাজার ২৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। জেলায় বর্তমানে করোনা আক্রান্ত রোগী সংখ্যা ৪১৪ জন। এরমধ্যে হাসপাতাল আইসোলেশনে আছেন ৪১ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ৩৭৩ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৩৩ জন, পলাশের ০৬ জন, বেলাব ০৭ জন, রায়পুরা ০৮ জন, মনোহরদী ০৪ জন ও শিবপুরে ০৭ জন।                                  

 



এই বিভাগের আরও