নরসিংদীতে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২০ জন

০৭ সেপ্টেম্বর ২০২১, ০৬:৪৩ পিএম | আপডেট: ০৪ মে ২০২৪, ১১:০৪ এএম


নরসিংদীতে করোনায় ১ জনের মৃত্যু, শনাক্ত ২০ জন

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীতে একদিনে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (৭ সেপে্টম্বর) সকালে নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ১০ হাজার ৯৭২ জনে।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় মোট ২২২ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটিপিসিআর ল্যাবে ১৬৮ জনের পরীক্ষায় ১৪ জনের ও ৫৪ জনের র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ৬ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের গড় হার ৯ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৯ জন, রায়পুরায় ১ জন, মনোহরদীতে ৪ জন, শিবপুরে ৫ জন ও পলাশে ১ জন।

এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ৫৮৫৭ জন, রায়পুরাতে ৫৯২ জন, বেলাবোতে ৭০১ জন, মনোহরদীতে ৮৬২ জন, শিবপুরে ১৩৫৪ জন ও পলাশে ১৬০৬ জন।

নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৫১ হাজার ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি মোট রোগীর সংখ্যা ৫১ জন। এরমধ্যে করোনা রোগী ২৬ জন ও সন্দেহজনক রোগী ২৫ জন।

এই জেলায় নতুন করে রায়পুরা এলাকার একজনের মৃত্যুসহ করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৭ জন। এর মধ্যে সদর ৩৯ জন, রায়পুরা ০৮ জন, বেলাব ০৯ জন, মনোহরদী ১১ জন, শিবপুর ০৮ জন, পলাশ ১২ জন।



এই বিভাগের আরও